সম্প্রতি ইন্টারনেট সিকিউরিটি ফার্ম সফোস সবচেয়ে বাজে ৫০ টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। সফোসের গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি আলাদা আলাদা সাইটের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন যা তাদের জন্য বিপদের কারণ হতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, তালিকায় থাকা পাসওয়ার্ডের বাইরে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করতে। কারণ, শতকরা ৩৩ ভাগই ব্যবহারকারীই তাদের সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন।
তালিকায় থাকা৫০টি দুর্বলতম পাসওয়ার্ড দেওয়া হলো-
1. 123456
2. password
3. 12345678
4. Ilfehack
5. QWHW
6. abc123
7. 1I11I1
8. monkey
9. consumer
10. I2345
11. 0
12. letmeln
13. trustnol
14. dragon
15. 1234567
16. baseball
17. superman
18. lloveyou
19. gizmodo
20. sunshine
21. 1234
22. princess
23. starwars
24. whatever
25. shadow
26. cheese
27. 123I23
28. nintendo
29. football
30. computer
31. f---you
32. 654321
33. blahblah
34. passw0rd
35. master
36. soccer
37. michael
38. 666666
39. jennifer
40. gawker
41. Password
42. jordan
43. pokemon
44. michelle
45. killer
46. PEPP"
47. welcome
48. batman
49. kotaku
50. internet
আশা করি পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন।
লিংক.......
Sunday, March 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment