১। কোকাকোলা প্রথমে ছিল সবুজ।
২। পৃথিবীতে সবচেয়ে প্রচলিত নাম হচ্ছে মোহাম্মাদ।
৩। সকল মহাদেশের নাম ্যে অক্ষর দিয়ে শুরু হয় সেই অক্ষর দিয়ে শেষ হয়।
৪। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিব্বাহ
৫। কী-র্বোডের এক সারির বর্ণগুলো দিয়ে লিখিত সবচেয়ে বড় শব্দ হচ্ছে TYPEWRITER
৬। USA-র সব লোকের কমপক্ষে ২টি করে credit card আছে।
৭। মহিলারা পুরুষদের তুলনায় একদিনে প্রায় দিগুন চোখের পাতা ফেলে।
৮। কেঊ নিজের শ্বাস রোধ করে নিজেকে হত্যা করতে পারে না।
৯। কেউ নিজের দুই কনুই এক সাথে লাগাতে পারে না (১৮০ ডিগ্রি করে)(প্রায় অসম্ভব)।
১০।্যখন কেউ হাঁচি দেয় তখন অন্যরা তাকে বেঁচে থাকো বলে আশীর্বাদ করে।কারণ ্যখন কেউ হাঁচি দেয় তখন তার হার্ট এক মিলি সেকেন্ডের জন্য থেমে যায়।
১১।শারীরিক কারণে শুকররা আকাশের দিকে তাকাতে পারে না।
১২। "sixth sick sheik’s sixth sheep’s sick" উচ্চারণ করা ইংরেজীতে সবচেয়ে দুরূহ কাজ ।
১৩। এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস সিজার এবং চার্লমেন।
১৪।ঘোড়ায় বসা কোন ্যোদ্ধার মূর্তির ঘোড়ার যদি সামনের ২টি পা শূন্যে থাকে তবে সেই যোদ্ধা যুদ্ধে মারা গেছে। ্যদি ঘোড়ার সামনের একটি পা শূন্যে থাকে তবে সেই ্যোদ্ধা যুদ্ধে আহত হয় এবং পরে মারা যায়। যদি ঘোড়ার ৪টি পা-ই মাটিতে থাকে তবে সেই যোদ্ধা স্বাভাবিক ভাবে মারা যায়।
১৫। মধূ একমাত্র খাবার যা নষ্ট হয় না।
১৬। কুমির তার জিব্বাহ বের করতে বা উচিয়ে ধরতে পারে না।
১৭। শম্বুক একটানা তিন বছর ঘুমাতে পারে।
১৮। মেরু এলাকার সব ভাল্লুক বাহাতি।
১৯। প্রথম শ্রেণীর প্রত্যেক যাত্রির সালাতে একটি করে জলপাই কম দিয়ে আমেরিকান এয়ারলাইন ১৯৮৭ সালে ৪০০০০ ডলার বাচায়।
২০। প্রজাপতি তাদের পা দিয়ে স্বাদ গ্রহন করে।
২১। হাতি একমাত্র প্রানী যারা লাপাতে পারে না।
২২। গত ৪০০০ বছরে নতুন কোন প্রানী গৃহপালিত করা হয়নি।
২৩। সাধারণত মানুষ মাকড়সাকে মৃত্য থেকে ও বেশি ভয় পায়।
২৪। Stewardesses কী-র্বোডে বা-হাত দিয়ে টাইপ করা সবচেয়ে বড় শব্দ।
২৫। পিপড়া যখন বিষ্ক্রিয়ায় আক্রান্ত হয় তখন সে তার ডান পাশ্বে পড়ে।
২৬। এক ঘন্টার জন্য হেডফোন পরলে কানে ব্যাকটেরিয়া্র পরিমাণ ৭০০ গুন বৃ্দ্বি পায়।
২৭। অধিকাংশ lipstick-এ মাছের আশঁ থাকে।
২৮। হাতের ছাপের মত সকলের জিব্বাহের ছাপ ও ভিন্ন।
২৯। মানুষের হার্ট এমন চাপ সৃষ্টি করে ্যে মানুষের বুকের রক্ত ৩০ ফুট দূরে পর্যন্ত যেতে পারে।
৩০। সব শেষে যারা এই লিখাটি পড়েছেন তারা মধ্যে ৯৯% লোক তাদের দুই হাতের কনুই মিলানোর চেষ্টা করেছে।
Sunday, March 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment