Friday, August 26, 2011

JOKES

****বাবা: খোকা, পরীক্ষা কেমন দিলি?
ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে।
বাবা: বাহ্! বাকিগুলো সঠিক হয়েছে?
ছেলে: না, বাকি গুলোতে লিখতেই পারিনি।

***বাবা ও ছেলের মাঝে কথপোকথনঃ
বাবাঃ মদ, জুয়া ও নারী এগুলো হচ্ছে পুরুষের চিরন্তন শত্রু। এগুলো থেকে দূরে থাকবে।
ছেলেঃ শত্রুকে ভয় পেয়ে যে তার দূরে থাকে দূরে থাকে সে তো কোন পুরুষই না।

*****ত্রী স্বামীকেঃ "শুনো, এই সপ্তাহে আমরা প্রতিদিন শপিং এ যাবো...
তার পরের সপ্তাহে আমরা প্রতিদিন যাবো সিনেমা দেখতে...
তার পরের সপ্তাহে আবার আমরা যাবো ..."
স্বামীঃ "হ্যাঁ... তার পরের সপ্তাহে প্রতিদিন মসজিদে যেতে হবে"
স্ত্রীঃ "কেন???"
...স্বামীঃ "ভিক্ষা করতে"



***শিক্ষকঃ “বলতো মুন্না, ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছ কোন পদ??”

মুন্নাঃ “বিপদ, স্যার!!”

শিক্ষকঃ “দুর বোকা!! তোর মাথায় শুধু গোবর আর গোবর!! আচ্ছা, এইবার চান্দু, তুই বলতো পদ্মফুল কোথায় জন্মে??”
...…
চান্দু খানিক ভেবে উত্তর দিলঃ

.
.
.

“মুন্নার মাথায় স্যার!!


****স্বামী আর স্ত্রী তাজমহল দেখতে গেছে :
স্ত্রী অনেক রোমান্টিক ভাবে স্বামীকে বলছে, " জান, তুমি আমার জন্য তাজমহল কবে বানাবা??"
স্বামী:" প্লট তো আমি কিনে ই রেখেছি....দেরি তো তুমি করতেস":)


****এইট’ এর অর্ধেক কত
ইংরেজি ক্লাসে শিক্ষক ও সঞ্জু—
শিক্ষক: সঞ্জু, বলো তো ‘এইট’ এর অর্ধেক কত হয়?
সঞ্জু: স্যার, লম্বায় না আড়াআড়িভাবে বলব?
শিক্ষক: মানে কী?
সঞ্জু: স্যার, লম্বায় অর্ধেক হলে হয় 0, আর পাশাপাশিভাবে অর্ধেক করলে হয় 3 :P

***এক মেয়ে রাস্তাতে এক ছেলে কে,
"ভাইজান, একটু সাইড দেন তো!!"
ছেলেঃ "তোমরা এতো COnfused করো কেন?? হয় ভাই ডাকো, না হলে জান ডাকো" !


***মহিলা শিক্ষকঃ সবাই HAND দিয়ে একটা sentence লিখ। দেখি কে আগে লিখতে পারো! তার জন্য পুরস্কার!
সবার আগে রাজুঃ লিখল "My penis in your hand"
মহিলা শিক্ষকঃ (রেগে) থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিব! এটা কি লিখছো?
রাজুঃ সরি ম্যাডাম, তাড়াতাড়ি লিখতে গিয়ে pen আর is এর মাঝে ফাঁকা দিতে ভুলে গেছি।
হবে My Pen is in Your Hand.

Saturday, August 13, 2011

ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি (ছোটদের জন্য )

Tense

লেখাপড়া খেলাধূলা
আরো যত কাজ,
সময়টাকে Tense বলে
জেনো যুবরাজ ।

ইংলিশ গ্রামারে
টেন্স(Tense) তিন রকম হয়,
প্রেজেন্ট, ফিউচার আর
পাস্ট তারে কয় ।

১। Present Indefinite Tense

আমি পড়ি, তুমি যাও
এসো মধুমিতা,
রবি কাকা, খায় ধোকা
গান গায় তোতা ।
যত সব কাজ আর
অভ্যাস বোঝালে ,
Present Indefinite তাহাকেই বলে ।
রূপান্তরে তুমি, আমি
বেশী লোক বাদে,
ক্রিয়ার শেষে s বা
es দিতে হবে ।

০২। Past Indefinite Tense

তুমি যখন এসেছিলে
কোথায় ছিলাম আমি,
Past Indefinite Tense হয় -
এমন থাকলে জানি।
রূপান্তরে ক্রিয়াটির
Past ফরম হয়
ক্রিয়া শেষে যদি দেখি
ছিলাম, ছিল রয় ।

০৩। Future Indefinite Tense

শিখব আমি পড়ব আমি
পাশ করবে রিনি ।
Future Indefinite
বলে এদের জানি ।
আমি আর আমরা থাকলে
Shall বসাতে হয়,
অন্য সব জায়গাতে
Will নিশ্চয় ।