Wednesday, December 16, 2009

অনলাইনে আত্মহত্যার জন্য ওয়েবসাইটঃ আত্মহত্যা করতে পারবেন ফেসবুকেও... Suicide Yourself from your virtual life...

ফেসবুক আপনাকে হতাশ করছে? সামাজিক নেটওয়ার্কিং এর ভারে ্লান্ত আপনি? নিজেকে আর রাখতে চাইছেন না ইন্টারনেটে? চিন্তার কোন কারণ নেই৷ ইন্টারনেট জগতে আপনার আত্মহত্যাকে নিশ্চিত করতে এবার হাজির সেপুকোডটকম

‘‘ইমপ্রেস ইওর ফ্রেন্ডস, ডিসকানেক্ট ইওর সেল্ফ'' এই স্লোগান নিয়ে যাত্রা শুরু সেপুকো ডটকম এর৷ সাইটটি আপনার ইচ্ছা অনুযায়ী ফেসবুক নেটওয়ার্কে ঢুকে সেখানে আপনার সম্মানজনক আত্মহত্যা নিশ্চিত করতে সক্ষম৷ শুধু তাই নয়, এই সাইট ব্যবহার করে আপনার হাজারো বন্ধুকে পাঠাতে পারেন আত্মহত্যার আগে সর্বশেষ মেসেজ এবং আর আপনার প্রোফাইল পাতাটিকে সেভ করে রাখতে পারেন স্মৃতি হিসেবে৷

স্বভাবতই প্রশ্ন আসতে পারে, সেপুকু আসলে কি? ওয়েবসাইটটির ভাষ্যমতে, সনাতন জাপানি সামুরাইরা নাকি সম্মানজনক মৃত্যুর জন্য শত্রুর হাতে ধরা না দিয়ে বেছে নিতেন আত্মহত্যার পথ৷ এজন্য তারা নিজের পেটের উপরে বিশেষভাবে তরবারি চালিয়ে দিতেন৷ এভাবে আত্মহত্যাকে জাপানি ভাষায় বলা হয় সেপুকু৷

ওয়েবসাইটটি জানাচ্ছে, সেপুকু যেভাবে সামুরাইদের আত্মহত্যাকে সম্মানজনক মৃত্যু এনে দিত, তেমনি সেপুকোডটকম অনলাইন জগতে সম্মানজনক আত্মহত্যার পথ করে দিচ্ছে৷

ওয়েবসাইটটি আরো জানিয়েছে, আজকাল প্রতিপক্ষ বলতে আর সনাতন শত্রু নেই, বরং কর্পোরেট মিডিয়া ভাইরাল মার্কেটিং এর মাধ্যমে জালিয়ে মারছে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের৷

সেপুকো ডট কম-এর এই ভার্চুয়াল আত্মহত্যা প্রক্রিয়া সম্পন্ন করা হয় পাঁচটি ধাপে৷ প্রথমে ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় সেপুকো ডট কমে৷ তারপর পছন্দ করতে হবে আপনার আর.আই.পি পাতার লেআউট৷ এরপর আপনার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে লিখতে হবে সুইসাইড নোট, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সবার কাছে৷ এরপর আপনার স্মৃতির পাতায় জমা হবে বন্ধুদের নানা শোকবার্তা৷

অবশ্য, আপাতত ফেসবুক এই সাইটটিকে তাদের জন্য কোন ধরণের হুমকি হিসেবে দেখছে না৷ কারণ ৩৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মাত্র ১৫ হাজারের মতো সেপুকুর মাধ্যমে ভার্চুয়াল আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ আর তাই ফেসবুক এই প্রসঙ্গে আপাতত নীরব দর্শক!

To suicide from your virtual World go to The following Website or Click Here

http://www.seppukoo.com/

Source : http://www.dw-world.de/dw/article/0,,5014219,00.html



No comments:

Post a Comment