‘‘ইমপ্রেস ইওর ফ্রেন্ডস, ডিসকানেক্ট ইওর সেল্ফ'' এই স্লোগান নিয়ে যাত্রা শুরু সেপুকো ডটকম এর৷ সাইটটি আপনার ইচ্ছা অনুযায়ী ফেসবুক নেটওয়ার্কে ঢুকে সেখানে আপনার সম্মানজনক আত্মহত্যা নিশ্চিত করতে সক্ষম৷ শুধু তাই নয়, এই সাইট ব্যবহার করে আপনার হাজারো বন্ধুকে পাঠাতে পারেন আত্মহত্যার আগে সর্বশেষ মেসেজ এবং আর আপনার প্রোফাইল পাতাটিকে সেভ করে রাখতে পারেন স্মৃতি হিসেবে৷
স্বভাবতই প্রশ্ন আসতে পারে, সেপুকু আসলে কি? ওয়েবসাইটটির ভাষ্যমতে, সনাতন জাপানি সামুরাইরা নাকি সম্মানজনক মৃত্যুর জন্য শত্রুর হাতে ধরা না দিয়ে বেছে নিতেন আত্মহত্যার পথ৷ এজন্য তারা নিজের পেটের উপরে বিশেষভাবে তরবারি চালিয়ে দিতেন৷ এভাবে আত্মহত্যাকে জাপানি ভাষায় বলা হয় সেপুকু৷
ওয়েবসাইটটি জানাচ্ছে, সেপুকু যেভাবে সামুরাইদের আত্মহত্যাকে সম্মানজনক মৃত্যু এনে দিত, তেমনি সেপুকোডটকম অনলাইন জগতে সম্মানজনক আত্মহত্যার পথ করে দিচ্ছে৷
ওয়েবসাইটটি আরো জানিয়েছে, আজকাল প্রতিপক্ষ বলতে আর সনাতন শত্রু নেই, বরং কর্পোরেট মিডিয়া ভাইরাল মার্কেটিং এর মাধ্যমে জালিয়ে মারছে সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের৷
সেপুকো ডট কম-এর এই ভার্চুয়াল আত্মহত্যা প্রক্রিয়া সম্পন্ন করা হয় পাঁচটি ধাপে৷ প্রথমে ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় সেপুকো ডট কমে৷ তারপর পছন্দ করতে হবে আপনার আর.আই.পি পাতার লেআউট৷ এরপর আপনার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে লিখতে হবে সুইসাইড নোট, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সবার কাছে৷ এরপর আপনার স্মৃতির পাতায় জমা হবে বন্ধুদের নানা শোকবার্তা৷
অবশ্য, আপাতত ফেসবুক এই সাইটটিকে তাদের জন্য কোন ধরণের হুমকি হিসেবে দেখছে না৷ কারণ ৩৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মাত্র ১৫ হাজারের মতো সেপুকুর মাধ্যমে ভার্চুয়াল আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ আর তাই ফেসবুক এই প্রসঙ্গে আপাতত নীরব দর্শক!
To suicide from your virtual World go to The following Website or Click Here
http://www.seppukoo.com/
Source : http://www.dw-world.de/dw/article/0,,5014219,00.html
No comments:
Post a Comment